কলম্বিয়ায় সাধারণ নাগরিকদের হাতে অন্তত ৫৭ সেনা অপহৃত
 
                 
নিউজ ডেস্ক
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মিকাই ক্যানিয়ন এলাকায় সাধারণ নাগরিকদের হাতে অন্তত ৫৭ জন সেনা সদস্য অপহৃত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ৩১ জন ও রবিবার বাকি সেনাদের অপহরণ করা হয়। অপহরণকারীদের সংখ্যা ছিল দুই শতাধিক।
সেনাবাহিনী বলছে, সাধারণ নাগরিকদের মাধ্যমে এই কাজ করা হলেও তারা মূলত ২০১৬ সালে শান্তিচুক্তি স্বাক্ষর করা সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্কের ভিন্নমতাবলম্বী সদস্যদের চাপে পড়ে এমনটা করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় ব্রিগেডিয়ার জেনারেল ফেদেরিকো আলবের্তো মেহিয়া জানান, অপহৃতদের মধ্যে চারজন নন-কমিশনড অফিসার ও ৫৩ জন সাধারণ সেনা রয়েছেন। তিনি বলেন, ‘এটাকে অপহরণই বলা হয়।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ফার্কের সবচেয়ে বড় শাখা গোষ্ঠী ইএমসি এই অপহরণের নির্দেশ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির তথ্যমতে, পাহাড়ি অঞ্চলটি কোকেন উৎপাদনের একটি কেন্দ্র এবং এটি কলম্বিয়ার বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার অন্যতম কেন্দ্রস্থল। মিকাই ক্যানিয়ন অঞ্চলটি কোকেন প্রশান্ত মহাসাগরীয় বন্দরে পাচারের জন্য ব্যবহার করা হয়, যেখান থেকে মাদক বিভিন্ন দেশে অবৈধভাবে পাঠানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
