সুনামগঞ্জে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, যুবক নিহত
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবু সাইদ (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২২ জুন) রাতে উপজেলার হাওরের দুর্গম গাদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ দিরাই উপজেলার তারপাশা গ্রামের তাজ মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বর্তমান চেয়ারম্যান যুবলীগের নেতা একরার হোসেন ও একই গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জেরে গত দুদিন ধরে গ্রামে উত্তেজনা চলছিল। উভয় পক্ষের মধ্যে গত শুক্রবার পাল্টপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা হয়।
এই ঘটনায় অস্ত্র উদ্ধার করতে রোববার সন্ধ্যায় সেনাবাহিনীর একটি দল দিরাইয়ের হাতিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে অস্ত্রধারী সন্ত্রাসীরা নৌকায় করে পালিয়ে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার গাদালিয়া গ্রামে গিয়ে আশ্রয় নেয়। পরে সেনাবাহিনীর অভিযানিক দল ওই গ্রাম ঘেরাও করে। এ সময় সেখানে আশ্রয় নেয়া সন্ত্রাসীরা সেনাবাহিনীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় সেনাবাহিনী আত্মরক্ষায় গুলি চালায়।
পরে ওই এলাকায় রাজমিস্ত্রী আবু সাঈদের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। অভিযানে তাজ উদ্দিন, জামির উদ্দিন, হিরণ মিয়া, আমির উদ্দিনসহ চারজনকে একনালা বন্দুক, চারটি দেশীয় পাইপগান, ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট, বন্দুক,পাইপ গানের গুলি, দেশীয় টেঁটা রামদা, ছুরি ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ আটক করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে একজন মারা গেছেন। তবে তিনি কার গুলিতে নিহত হয়েছেন সেটা বলা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এ দিকে সোমবার (২৩ জুন) দুপুরে ছাতক সেনাবাহিনীর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দিরাই উপজেলার হাতিয়া গ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্রসহ ৪ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
