চাঁদপুরের মতলবে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার রামদাশপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি ৯ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি গুলি উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন। উদ্ধার করা অস্ত্র অবৈধভাবে ওই এলাকায় মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এবং সাধারণ জনগণের শান্তিপূর্ণ জীবনধারা বজায় রাখতে তারা সর্বদা সচেষ্ট। একইসঙ্গে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চল ছাড়াও সমতল এলাকায় অপরাধ নির্মূলে সেনাবাহিনীর উপস্থিতি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।