‘আমরা সবাই অঙ্গীকার করি, মাদক সেবন বন্ধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে কাপ্তাইয়ের সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এ কর্মশালার আয়োজন করে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেজর মো. মজিফুল বারী, মেজর এস এম আশিকুজ্জামান, সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস প্রমুখ।
কর্মশালায় মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব, মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
বক্তারা মাদক নির্মূলে বিজিবির চলমান অভিযান ও যুবসমাজের করণীয় নিয়েও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, সীমান্ত অঞ্চলে মাদক পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অভিযান চালিয়ে আসছে।