বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ছয় চাঁদাবাজ আটক
![]()
নিউজ ডেস্ক
চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে ছয় উপজাতি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। জেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদেরকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন—রিপন চাকমা, বীর কুমার ত্রিপুরা, ওয়াসি মারমা, অজিত চাকমা, সুখেন চাকমা ও অনিয়ম চাকমা।
পুলিশ জানায়, এদের বিরুদ্ধে বান্দরবানের বিভিন্ন এলাকায় বিশেষ করে নীলাচল, বড়ুয়ার টেক ও মিলনছড়ি এলাকায় কাঠ, কৃষিপণ্য ও পণ্যবাহী যানবাহন আটকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর তৎপরতায় দীর্ঘদিনের এই চাঁদাবাজির চক্র ভেঙে যায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, চাঁদাবাজ চক্রের ছয় সদস্যকে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, পাহাড়ি এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিভিন্ন উপদল দীর্ঘদিন ধরেই সন্ত্রাস, চাঁদাবাজি ও সাধারণ জনগণের উপর নিপীড়নের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল। সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে এসব কর্মকাণ্ড দমন ও জননিরাপত্তা রক্ষায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।