সমন্বিত প্রচেষ্টায় মাদক রোধ সম্ভব: রাঙামাটির কাপ্তাইয়ে বিজিবি অধিনায়কের বার্তা

সমন্বিত প্রচেষ্টায় মাদক রোধ সম্ভব: রাঙামাটির কাপ্তাইয়ে বিজিবি অধিনায়কের বার্তা

সমন্বিত প্রচেষ্টায় মাদক রোধ সম্ভব: রাঙামাটির কাপ্তাইয়ে বিজিবি অধিনায়কের বার্তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“পরিবার, সমাজ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগেই মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ করা সম্ভব”—এমন মন্তব্য করেছেন বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ৪১ বিজিবি সদর দপ্তরের কনফারেন্স রুমে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “মাদকাসক্তি একটি পরিবার থেকে শুরু হয়ে পুরো সমাজে প্রভাব ফেলে। তাই সন্তানদের প্রতি পরিবারের যত্নশীল মনোভাব এবং সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাদকের কুফল সম্পর্কে তাদের বোঝাতে হবে। একই সঙ্গে কারা কারা মাদকের সঙ্গে জড়িত—এ বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।”

সেমিনারে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী, মেডিকেল অফিসার মেজর ডা. এস এম আশিকুজ্জামান, চিৎমরম মৌজার হেডম্যান ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিমং মারমা, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও অন্যান্য শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সবার মতামতে উঠে আসে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতাই পারে সমাজ থেকে মাদক নির্মূল করতে। সেমিনারে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক রোধে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অপব্যবহার রোধে বিজিবি নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।