হারানো অটোরিকশা উদ্ধার করে চালকের মুখে হাসি ফিরিয়ে দিল সেনাবাহিনী
 
                 
নিউজ ডেস্ক
অতিপরিচিত অটোরিকশাটিই ছিল নড়াইল সদরের অটোচালক রাকিব শিকদারের জীবিকার একমাত্র অবলম্বন। ছয় সদস্যের পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে চলছিল তার দিনযাপন। কিন্তু চলতি মাসের শুরুতে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি হারিয়ে প্রায় পাগলপ্রায় অবস্থায় পড়েন তিনি। অবশেষে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটি ফিরে পেয়ে রাকিবের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি, আর চোখে অশ্রু ঝরে কৃতজ্ঞতায়।
রাকিব শিকদার নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নের ধৌন্দা গ্রামের শহিদ শিকদারের ছেলে। তিনি জানান, লোনের টাকা দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি কেনেন এবং মাস তিনেক আগে আবারো দেড় লাখ টাকা ঋণ নিয়ে সেটির ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ নতুন করে প্রতিস্থাপন করেন। তার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই গাড়িটি।
রাকিব বলেন, “৭ জুন দুপুরে বাড়ির সামনে রাস্তার পাশে অটোরিকশাটি রেখে খেতে যাই। খাওয়ার পর ফিরে এসে দেখি গাড়িটি নেই। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। থানায় গিয়ে জিডি করি, আর সেই কপি সেনাবাহিনীর নড়াইল ক্যাম্পেও পৌঁছে দিই।”
অবশেষে প্রায় আড়াই সপ্তাহ পর, বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প থেকে অটোরিকশাটি ফিরিয়ে পান রাকিব।
নড়াইল সেনা ক্যাম্প জানায়, ২৩ জুন বিকেলে সদর হাসপাতাল এলাকা থেকে একটি সন্দেহজনক ব্যাটারিচালিত অটোরিকশা শনাক্ত করে সেনাবাহিনীর গোয়েন্দা দল। চালককে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহ বাড়লে ক্যাম্পের টহল দলকে খবর দেওয়া হয়। তবে টহল দল আসার আগেই চালক কৌশলে পালিয়ে যান। পরে অটোরিকশাটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
আসল মালিক যাচাই-বাছাই শেষে, বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে রাকিব শিকদারের কাছে সেটি হস্তান্তর করে সেনাবাহিনী।
প্রসঙ্গত, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনেই নয়, মানবিক সহায়তায়ও সেনাবাহিনীর ভূমিকা দিন দিন দৃশ্যমান হচ্ছে। একটি অটোরিকশা উদ্ধার করে যে একটি পরিবারকে নতুন করে বাঁচিয়ে তোলা যায়, তা আরেকবার প্রমাণ করলো নড়াইল সেনা ক্যাম্প।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
