কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্স (এসসিসি)-এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান শুক্রবার কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।

প্রধান অতিথি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রশিক্ষণ কার্যক্রমের সফল আয়োজনের জন্য সিএসটিআই-এর প্রশংসা করেন এবং ভবিষ্যতে কর্মকর্তাদের জ্ঞান ও নেতৃত্ব দক্ষতা প্রয়োগ করে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন পর্যায়ের নেতৃত্ব ও কার্যকর ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কোর্স আয়োজন করা হয়ে থাকে। এবারের কোর্সে বিমান বাহিনীর ১৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) আসলে তাঁকে স্বাগত জানান বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম এবং সিএসটিআই-এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী। স্বাগত বক্তব্যে কোর্সের মূল শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সঙ্গে আলোকচিত্রে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে এসসিসি কোর্স উত্তীর্ণ কর্মকর্তাগণ সশস্ত্র বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতার সাথে ভূমিকা রেখে চলেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।