রাবিপ্রবির উন্নয়নকাজে সন্ত্রাসী তৎপরতা: প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের

রাবিপ্রবির উন্নয়নকাজে সন্ত্রাসী তৎপরতা: প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের

চাঁদার দাবিতেরাবিপ্রবির উন্নয়নকাজে সন্ত্রাসী তৎপরতা: প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের ফের রাবিপ্রবিতে জেএসএসের সশস্ত্র মহড়া, শ্রমিকদের প্রাণনাশের হুমকি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) একাডেমিক ভবনসহ চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সন্ত্রাসী হুমকি ও চাঁদাবাজির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ। সংগঠনটি দাবি করেছে, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণেই পাহাড়ে শিক্ষার অগ্রযাত্রা আজ সন্ত্রাসের ছায়ায় জর্জরিত।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও সম্প্রচার বিভাগ জানায়, পার্বত্য চট্টগ্রামে শিক্ষাকে কেন্দ্র করে সরকারের যে উন্নয়ন পরিকল্পনা রয়েছে, তা ইউপিডিএফ ও জেএসএস-এর মতো সশস্ত্র গ্রুপগুলোর ধারাবাহিক চাঁদাবাজি ও হুমকির কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এতে শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ের মানুষের মৌলিক অধিকার এবং দীর্ঘদিনের সহাবস্থানের সংস্কৃতিও।

রাবিপ্রবির উন্নয়নকাজে সন্ত্রাসী তৎপরতা: প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের

বিবৃতিতে বলা হয়, রাঙামাটিতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলমান থাকলেও প্রতিটি ক্ষেত্রেই চাঁদা দাবি ও ভয়ভীতির শিকার হচ্ছেন ঠিকাদার ও শ্রমিকরা। অতীতের একটি ঘটনায় মনির হোসেন নামের এক স্থানীয় ব্যক্তি চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হাতে প্রাণ হারান। এসব ঘটনার পুনরাবৃত্তি যেন রাবিপ্রবিতেও শুরু হয়েছে।

ছাত্র সংসদ দাবি জানিয়েছে, রাবিপ্রবির উন্নয়নকাজে যারা সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে বাধা সৃষ্টি করছে, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নকেন্দ্রিক নানা প্রকল্পে সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শন নতুন নয়। কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তা এই সমস্যা দিন দিন আরও ভয়াবহ করে তুলছে বলে মনে করছেন সচেতন মহল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।