ভারতে অনুপ্রবেশকালে রামগড়ে ৩ বাংলাদেশি যুবক আটক

ভারতে অনুপ্রবেশকালে রামগড়ে ৩ বাংলাদেশি যুবক আটক

ভারতে অনুপ্রবেশকালে রামগড়ে ৩ বাংলাদেশি যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড় উপজেলার কাঁশিবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের একটি টহল দল।

গত শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে রামগড় জোনের অধীনস্থ কাঁশিবাড়ি বিওপি’র টহল দল মেইন পিলার ২২১৭/৪-আরবি’র কাছাকাছি সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন—ভোলা জেলার লালমোহন থানার বাসিন্দা শ্রী কৃষ্ণ দাস (২১), হৃদয় মজুমদার (১৯) ও তুষার দাস (১৬)।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, ওই তিন যুবক সেলুনে কাজ করার উদ্দেশ্যে ভারতীয় দালাল চক্রের সহায়তায় সীমান্ত পাড়ি দিচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে রামগড় থানায় হস্তান্তর করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইন ১৯৭৩ এর ১১(১)(ক) ও ১১(১)(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, সীমান্তে নজরদারি জোরদার থাকলেও মাঝে মধ্যেই দালাল চক্রের প্রলোভনে পড়ে এভাবে সাধারণ তরুণেরা অবৈধ অনুপ্রবেশে জড়িয়ে পড়ছে, যা একটি উদ্বেগজনক প্রবণতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।