পানছড়িতে অসহায়দের পাশে দাঁড়ালো বিজিবি, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত

পানছড়িতে অসহায়দের পাশে দাঁড়ালো বিজিবি, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত

পানছড়িতে অসহায়দের পাশে দাঁড়ালো বিজিবি, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক মানবিক সহায়তা অনুষ্ঠানে অসংখ্য পরিবারকে সহায়তা প্রদান করেছে ৩ বিজিবি ব্যাটালিয়ন।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়ার উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে অসহায়দের মাঝে ১৮.৫ বান্ডিল ঢেউটিন, সেলাই মেশিন, হুইলচেয়ার, সোলার প্যানেল এবং অসুস্থ রোগীদের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নেও অর্থ সহায়তা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সিন্দু কুমার কারবারী পাড়ার শিব মন্দির এবং লোগাং শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার খাতে অনুদান।

এছাড়া, নাড়াইছড়ি মুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

এদিন লেঃ কর্নেল মফিজুর রহমান ভূঁইয়া বলেন, “পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কেবল সীমান্ত রক্ষায় নয়, বরং মানবিক সহযোগিতার মাধ্যমেও নিবেদিত। এই শান্তি ও উন্নয়নের প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা বাস্তব পরিবর্তন আনে এবং পাহাড়ের মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি করে।

প্রসঙ্গত, বিজিবি বিগত কয়েক বছরে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান করে আসছে, যা শান্তি প্রতিষ্ঠার একটি শক্তিশালী অনুষঙ্গ হিসেবে কাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।