ভারত থেকে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
 
                 
নিউজ ডেস্ক
ভারতে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটক করে ঝিনাইদহ সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দুপুরে ভারতীয় কুমারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪ জন নারী, ৫ জন শিশু এবং ৬ জন পুরুষ রয়েছেন। আটক ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি জানায়, ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল দল মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই ১৫ বাংলাদেশিকে আটক করে। পরে বিএসএফ মহেশপুর ৫৮ বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত নেওয়ার অনুরোধ জানায়। যাচাই-বাছাই শেষে খোসালপুর বিওপি এলাকায় ৬০/৮৭ সীমান্ত পিলার সংলগ্ন শূন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানো হয়।
পরে বিজিবি আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নারী-শিশুসহ ১৫ জনকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে বিজিবি। এছাড়া সীমান্তপথে মানবপাচার ও অবৈধ প্রবেশ রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
