মৌলভীবাজারে দুই সীমান্ত দিয়ে ৭১ জনকে পুশ-ইন করল ভারত
 
                 
নিউজ ডেস্ক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল ও শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান সীমান্ত দিয়ে আবারও ৭১ জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল পুঞ্জি এলাকা দিয়ে ৪৮ জন ও শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান সীমান্ত দিয়ে ২৩ জনসহ মোট ৭১জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। পরে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে।
বিজ্ঞাপন
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটক হওয়া ৭১ জন ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান জানান, দুপুরে বিজিবি ৪৮ জন নারী পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে। তাদের পরিচয় সনাক্তের পর পরিবারের কাছে পাঠানো হবে।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশ-ইনের ঘটনায় মোট ৪৮৬ জনকে আটক করেছে বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
