রুমার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রুমার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রুমার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক কমান্ডারসহ দুইজন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, কেএনএ সদস্যদের একটি সশস্ত্র দল রুমার গহীন পাহাড়ে অবস্থান করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এতে কেএনএ’র এক কমান্ডারসহ দুজন নিহত হয়। অভিযানস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি সাব-মেশিন গান (এসএমজি), একটি রাইফেল এবং বেশ কিছু গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে জড়িত এলাকা এখনো ঘিরে রাখা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কেএনএ’র তৎপরতা রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তে থাকে। জঙ্গি কার্যকলাপ এবং বিচ্ছিন্নতাবাদী হামলার আশঙ্কায় সেনাবাহিনী অঞ্চলটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed