চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিদর্শনে নৌবাহিনী প্রধান, কার্যক্রমে শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর
![]()
নিউজ ডেস্ক
জাতীয় নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় অংশগ্রহণের ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সরেজমিন পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বুধবার (৯ জুলাই) চট্টগ্রাম বন্দর এলাকা পরিদর্শনের সময় তিনি এনসিটি-২ জেটিতে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম, এপ্রেইস পয়েন্টে কন্টেইনার এক্সামিন কার্যক্রম এবং সিটিএমএস ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি বন্দরের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড-এর কর্মকর্তা, নৌ সদস্য ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই ২০২৫ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সিদ্ধান্তে এনসিটি পরিচালনার দায়িত্ব চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের হাতে হস্তান্তর করা হয়। এর ফলে টার্মিনালের কার্যক্রমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং পেশাদারিত্ব বৃদ্ধির মাধ্যমে বন্দরের সার্বিক কর্মদক্ষতা বাড়বে বলে আশা প্রকাশ করেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, দক্ষ ব্যবস্থাপনায় দ্রুত পণ্য ওঠানামা ও পরিবহন কার্যক্রম নিশ্চিত হলে আমদানি-রপ্তানির গতি বৃদ্ধি পাবে, যা সরাসরি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রসঙ্গত: চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর হওয়ায় এর কার্যকারিতা ও দক্ষতা দেশের সামগ্রিক বাণিজ্য কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত কার্যক্রমে এই বন্দর আরও গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।