মিরপুরে যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডার শান্তসহ গ্রেফতার ৩, উদ্ধার অস্ত্র ও গুলি

মিরপুরে যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডার শান্তসহ গ্রেফতার ৩, উদ্ধার অস্ত্র ও গুলি

মিরপুরে যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডার শান্তসহ গ্রেফতার ৩, উদ্ধার অস্ত্র ও গুলি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাত আনুমানিক ১টায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোহাম্মদপুর-মিরপুর এলাকার কিশোর গ্যাং লিডার শান্ত ও তার দুই সহযোগী শাকিল ও অন্তর-কে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে অভিযুক্তদের কাছ থেকে ১টি বিদেশি রিভলভার, ১৬ রাউন্ড তাজা গুলি এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্যাং সদস্যরা এলাকায় সন্ত্রাস, ভয়ভীতি ও মাদক সংশ্লিষ্ট অপরাধে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল বলে জানায় অভিযান সংশ্লিষ্ট একটি সূত্র।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও সন্ত্রাস দমনে তারা সবসময় তৎপর এবং প্রতিশ্রুতিবদ্ধ। জনসাধারণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত: রাজধানীজুড়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অস্ত্র ব্যবহারের ঘটনা ক্রমেই উদ্বেগজনক আকার নিচ্ছে। সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান সমাজে নিরাপত্তা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।