সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে ৩৪৫ অপরাধী আটক

সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে ৩৪৫ অপরাধী আটক

সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে ৩৪৫ অপরাধী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী কঠোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ৩ জুলাই থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় রাজধানীসহ সারাদেশে যৌথ অভিযান পরিচালনা করে মোট ৩৪৫ জন অপরাধীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, চোরাকারবারী, অবৈধ দখলদার ও ডাকাত সদস্যসহ নানা অপরাধে জড়িত ব্যক্তি। অভিযানে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯১৩৯ রাউন্ড গুলি, ৯টি ককটেল বোমা, দেশীয় অস্ত্র, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, মোবাইল ফোন, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছে। পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে অবৈধ দখলদার উচ্ছেদ, বালু উত্তোলন প্রতিরোধ, ও অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রমেও সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

প্রসঙ্গত, দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযান সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। সেনাবাহিনী সকল নাগরিককে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুততম সময়ে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর আহ্বান জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।