ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি: উদ্ধার ও ত্রাণ তৎপরতায় যুক্ত হলো সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ফলে এসব এলাকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতির অবনতি। নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে পড়ায় বসতবাড়ি, রাস্তাঘাট এবং জনপদ প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় গত ৮ জুলাই ফেনীর জেলা প্রশাসকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির এক সমন্বয় সভা। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেখানে গত বছরের ভয়াবহ বন্যা থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ প্রস্তুতি ও সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী তড়িৎ পদক্ষেপ হিসেবে পরশুরাম ও ফুলগাজী সেনা ক্যাম্পে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন এবং লাইফ জ্যাকেটসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করেছে। যে কোনো সময় উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এছাড়া জরুরি পরিস্থিতিতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় সভা করেছে। দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং সহায়ক জনবল প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ছয়টি উপজেলায় প্রায় সাড়ে ১৭ লাখ টাকার ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের মনিটরিং সেল সক্রিয় রয়েছে।
জরুরি প্রয়োজন ও সহায়তার জন্য হেল্পলাইন নম্বর: ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী প্রমাণ করেছে, দুর্যোগকালীন মুহূর্তে দেশের মানুষ একমাত্র এই বাহিনীর দিকে ভরসা করে তাকিয়ে থাকে। জননিরাপত্তা ও মানবিক সহায়তায় সেনাবাহিনীর আন্তরিক প্রস্তুতি জনমনে স্বস্তি ফিরিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।