রাজধানীর কলাবাগানে যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীর কলাবাগানে যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীর কলাবাগানে যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর কলাবাগান থানাধীন তেতুলতলা এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। গতরাত আনুমানিক ১টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক করা হয় সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়ামিন সিদ্দিকী নিশাতকে।

অভিযানকালে তার কাছ থেকে ১টি ৯ মি.মি. পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত নিশাতের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্বার্থে যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সরবরাহ করতে সকল নাগরিককে আহ্বান জানানো হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি ও তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা নগরবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা বাড়িয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।