সিলেট সীমান্তে বিদেশী রিভলভার ও বিস্ফোরক উদ্ধার করল বিজিবি

সিলেট সীমান্তে বিদেশী রিভলভার ও বিস্ফোরক উদ্ধার করল বিজিবি

সিলেট সীমান্তে বিদেশী রিভলভার ও বিস্ফোরক উদ্ধার করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেট সীমান্ত থেকে একটি বিদেশী রিভলভার, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক ছনবাড়ী থেকে এসব বিষ্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছনবাড়ী বাজারের কাছের একটি বালুর স্তূপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলভার, উচ্চ ক্ষমতাসম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক ও দুটি ডেটোনেটর উদ্ধার করা হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় সফল অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বিদেশী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধার অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *