যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর ও আসবাবপত্র উপহার দিল সেনাবাহিনী
 
                 
নিউজ ডেস্ক
যশোর জেলার অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় সংঘর্ষজনিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে ঘরবাড়ি পুনঃনির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ২২ মে সংঘর্ষের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিদের অগ্নিসংযোগে ওই পরিবারের বসতবাড়ি ভস্মীভূত হয়। ঘটনার পরপরই সেনাবাহিনী এগিয়ে আসে পুনর্গঠনের দায়িত্ব নিতে।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঘর মেরামত/নির্মাণের কাজ ১২ জুলাই সম্পন্ন হয় এবং গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে ঘর ও আসবাবপত্র হস্তান্তর করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

তিনি নিজ হাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর ও প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করেন।
এই মানবিক পদক্ষেপ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী সেনাবাহিনীর এই সহমর্মিতা ও নিরলস প্রচেষ্টাকে ধন্যবাদ জানায়। বর্তমানে ঐ এলাকায় পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে এবং সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা রক্ষায় সদা প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষাই নয়, দুর্যোগ বা সংকটে নাগরিকদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
