বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা (বুধবার) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এতে বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিওএ’র প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র অনুমোদিত হয় এবং তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) মতামতের জন্য পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্সে ৩২টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়, যা দেশের ক্রীড়াঙ্গনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী আগস্ট মাসের শেষার্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার বাঘাবাড়ি ইউনিয়নের করতোয়া নদীতে একটি নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হবে।
প্রসঙ্গত, বিওএ দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে অলিম্পিক আন্দোলনকে আরও গতিশীল করে তুলতে বদ্ধপরিকর।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
