ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধানাগারের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা

ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধানাগারের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা

ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধানাগারের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার চাপ আরো বাড়িয়ে শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজে প্রথমবারের মতো ভারতীয় তেল শোধনাগারকে লক্ষ্য করে পদক্ষেপ নেয়া হয়েছে, যার লক্ষ্য রাশিয়ার তেল রাজস্বে সরাসরি আঘাত হানা।

সর্বশেষ নিষেধাজ্ঞার আওতায় ইইউ রাশিয়ান তেলের মূল্যসীমা বাজারমূল্যের তুলনায় ১৫ শতাংশ কমিয়ে দিয়েছে। এই পদক্ষেপ সরাসরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেল বিক্রয় আয়ের উপর প্রভাব ফেলবে, যা তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর এবং ইউরোপে আক্রমণাত্মক অবস্থান নেয়ার জন্য ব্যবহার করছেন।

ইইউর পররাষ্ট্রমন্ত্রী কাজা ক্যালাস জানান, এই প্রথমবারের মতো ব্লকটি ভারতে পতাকাবাহী একটি কোম্পানি এবং দেশটির বৃহত্তম রাশিয়ান মালিকানাধীন শোধনাগারকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। তিনি বলেন, ‘আমরা রাশিয়ার রাজস্বের উৎসকে আঘাত করছি।’

তিনি যে শোধনাগারের কথা বলছিলেন, সেটি হলো ভাদিনার তেল শোধনাগার, যেখানে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রোসনেফ্ট ৪৯ শতাংশ মালিকানা ধারণ করে। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার হিসেবে বিবেচিত।

এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ইউরোপ রাশিয়ার আয়ের উৎস হিসেবে কাজ করা যেকোনো গ্লোবাল অংশীদারকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে প্রস্তুত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক সক্ষমতা ও তহবিল সীমিত করতে এই কৌশলগত নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।