সেনাবাহিনীর বাস দাবি করে সামাজিক মাধ্যমে ছড়ানো পোস্ট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত- আইএসপিআর

সেনাবাহিনীর বাস দাবি করে সামাজিক মাধ্যমে ছড়ানো পোস্ট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত- আইএসপিআর

সেনাবাহিনীর বাস দাবি করে সামাজিক মাধ্যমে ছড়ানো পোস্ট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত- আইএসপিআর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পরিবহনের জন্য বাস সরবরাহ করেছে। সেনাবাহিনী এই দাবিকে “সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর” উল্লেখ করে কড়া প্রতিবাদ জানিয়েছে।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতে সহায়তা করতে অস্থায়ীভাবে কিছু বেসরকারি গণপরিবহন ভাড়া নেওয়া হয়ে থাকে। এসব বাসে সাময়িকভাবে ‘Bangladesh Army’ লেখা বা সেনাবাহিনীর লোগো ব্যবহার করা হতে পারে। তবে সেনাবাহিনীর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও অনেক পরিবহন মালিক নিজ সুবিধার্থে এসব চিহ্ন অপসারণ না করে চালনা করে থাকেন, যা আইনবহির্ভূত।

আইএসপিআর বলেছে, “কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব বিভ্রান্তিমূলক তথ্য সাধারণ জনগণকে ভুল পথে পরিচালিত করছে।”

এ প্রেক্ষিতে, জনসাধারণকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। সেনাবাহিনী স্পষ্ট করেছে, তারা সংবিধান, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

প্রসঙ্গত, অতীতেও এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত গুজব সামাজিক মাধ্যমে ছড়ানোর মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে, যা সামরিক শৃঙ্খলা ও নিরপেক্ষতা নীতির পরিপন্থী এবং জাতীয় নিরাপত্তার জন্যও উদ্বেগজনক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।