‘অনুপ্রবেশকারীদের’ বিতাড়িত করতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের
![]()
নিউজ ডেস্ক
‘বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত দিয়ে ত্রিপুরায় যাওয়া অনুপ্রবেশকারীদের’ শনাক্ত করতে, তাদের ধরতে এবং বিতাড়িত করতে ১৫ সদস্য বিশিষ্ট স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার।
রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, ‘ত্রিপুরায় অনুপ্রবেশকারীর সংখ্যা কমে গেলেও তাদের শনাক্ত করার জন্য এই ফোর্স গঠন করা হয়েছে।’ সরকারি সূত্র ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। গ্রেপ্তার হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে অনেকেই এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল।
পশ্চিম ত্রিপুরা জেলার ১৫টি থানার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন জেলা গোয়েন্দা শাখার ডেপুটি পুলিশ সুপার দেবাশীষ সাহা।
এদিকে, রাজ্যটিতে বিজেপির প্রধান মিত্র টিপ্রা মোথা পার্টি (টিএমপি), অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ আটক এবং নির্বাসন সম্পর্কিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।
টিএমপি প্রধান প্রদ্যোত দেববর্মা এর আগে বলেছিলে, অনুপ্রবেশ রাজ্যের আদিবাসীদের, বিশেষ করে উপজাতিদের রীতিনীতি এবং আর্থ-সামাজিক উন্নয়নের ওপর প্রভাব ফেলবে।
গত মে মাসে দেশটির সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ভারতীয় নাগরিক হিসেবে বসবাসকারী সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের পরিচয়পত্র যাচাই করার নির্দেশনা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, যদি তারা অযোগ্য প্রমাণিত হয়, তাহলে তাদের বিতাড়িত করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।