মাটিরাঙ্গায় সেনা অভিযােনে অস্ত্রসহ ইউপিডিএফের ৩ কালেক্টর আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের তিন সক্রিয় চাঁদা কালেক্টরকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন কর্তৃক পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
জানা গেছে, ভোর ৩টার দিকে মাটিরাঙ্গা জোন সদর হতে ক্যাপ্টেন মো. নিয়ামুল আমিনের নেতৃত্বে ১টি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ডিপিপাড়া এলাকার মমপাই মারমার বাড়িতে হানা দেয়। অভিযানে ইউপিডিএফের তিনজন চাঁদা কালেক্টরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন— গুইমারা উপজেলার সিন্দুকছড়ির মংসি মারমা (৪৬), জেলা সদরের ঘাসবন এলাকার সুমেন চাকমা (১৯) ও ডিপিপাড়া মমপাই মারমা (২৫)।
এদিন অভিযানে আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি কার্তুজ, একটি ছুরি, একটি রামদা, দুটি বাটন ফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি চাঁদা আদায়ের রশিদ বই, KDS Group-এর একটি পরিচয়পত্র, ওয়াকিটকি সেটের একটি অ্যান্টেনা ও কাভার, এবং চার বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে প্রয়োজনীয় কার্যক্রম শেষে আটককৃত তিনজন ও তাদের কাছ থেকে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামাদি মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনা সংক্রান্ত বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ইউপিডিএফ সন্ত্রাসীরা পার্বত্য এলাকায় অবৈধভাবে চাঁদা আদায়, অস্ত্রধারী তৎপরতা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এদের গ্রেফতার পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।