মণিপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২, ১৫ কেজির বেশি মাদকদ্রব্য উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করেছে রাজ্য পুলিশ। অভিযানে ১৫ কেজির বেশি পরিমাণে সন্দেহভাজন ব্রাউন সুগার, হেরোইন ও অন্যান্য সাইকোট্রপিক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
জিরিবাম জেলার বরবেকরা থানাধীন সাভোমফাই ও চৌধুরীখাল গ্রামের মাঝামাঝি বরাক নদীর যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা তল্লাশির সময় প্রথম অভিযানে আটক করা হয় আসামের শিলচর এলাকার কানাকপুর পার্ট-২ এর বাসিন্দা মিহির রায় (২৬) কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি বস্তায় মোট ৬১৬টি সাবানের কেস, যাতে প্রায় ১০.০৯৬ কেজি ওজনের সন্দেহভাজন ব্রাউন সুগার ছিল। এছাড়া পাঁচটি প্যাকেটে থাকা ২৫০টি পাউচে আরও ৫.২৮০ কেজি ওজনের ট্যাবলেট জাতীয় সাইকোট্রপিক মাদক উদ্ধার করা হয়।
অন্যদিকে, মণিপুরের ইমফল পশ্চিম জেলার সিংজামেই থানাধীন সিংজামেই চিঙ্গা মাখং এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে একটি সাদা মারুতি এ-স্টার গাড়ি তল্লাশি করে গাড়ির ভেতরে লুকিয়ে রাখা দশটি সাবানের কেস থেকে প্রায় ১০৫.৪ গ্রাম ওজনের সন্দেহভাজন হেরোইন নম্বর ৪ উদ্ধার করা হয়। এ সময় গাড়ির আরোহী থৌবাল জেলার ইরং উমাং খুনৌ এলাকার মো. আজাদ ইয়ুমখাইবাম (৩২) কে ঘটনাস্থলেই আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট গাড়িটি জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, উভয় ঘটনার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রসঙ্গত, মণিপুরে সাম্প্রতিক সময়ে মাদক পাচার ও অপব্যবহার বেড়ে যাওয়ায় রাজ্যজুড়ে নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।