মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে ৩ কোটি টাকার মেথামফেটামিন জব্দ

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে ৩ কোটি টাকার মেথামফেটামিন জব্দ

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে ৩ কোটি টাকার মেথামফেটামিন জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিজোরামের চামফাই জেলার জোটে এলাকা থেকে এক যৌথ অভিযানে ১.১১ কেজি অবৈধ মেথামফেটামিন ট্যাবলেট জব্দ করেছে আসাম রাইফেলস। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানে একজন সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়েছে। তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আটক ব্যক্তি ও জব্দ করা মাদক চামফাই জেলার আবগারি ও মাদক নিয়ন্ত্রণ বিভাগে হস্তান্তর করা হয়েছে আইনি প্রক্রিয়ার জন্য।

সীমান্তবর্তী মিজোরামে মাদক পাচার ক্রমাগত বাড়ছে। প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে এই অঞ্চলে ইয়াবা, মেথামফেটামিন ও অন্যান্য মাদকদ্রব্যের প্রবেশ ঘটছে বলে নিরাপত্তা বাহিনীর ধারণা। আসাম রাইফেলস জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।