রাঙ্গামাটিতে যৌথ অভিযোনে শিক্ষক বেশধারী এক স্কুল শিক্ষক অস্ত্রসহ আটক - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে যৌথ অভিযোনে শিক্ষক বেশধারী এক স্কুল শিক্ষক অস্ত্রসহ আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে শিক্ষক বেশধারী এক স্কুল শিক্ষককে অস্ত্র সহ আটক করেছে যৌথ বাহিনী। গত ১৭ ডিসেম্বর সোমবার মধ্যরাতে উপজেলার পানছড়িতে অভিযান চালিয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরুন কান্তি চাকমাকে একটি দেশীয় তৈরী অস্ত্রসহ আটক করা হয় বলে জানা গেছে। তরুণ কান্তি চাকমা (৫০) ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকার মৃত নাগর চান চাকমার ছেলে এবং পানছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, ঘিলাছড়ি আনসার ক্যাম্পের পাশে কিছু সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ নিরাপত্তা বাহিনীর সহায়তায় ঐ এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ক্যাম্পের পাশে ব্রীজের উপর অবস্থানরত সন্ত্রাসীরা পালিয়ে যায়। পিছন দিক থেকে ধাওয়া করে একজনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে।

তবে, পুলিশের দাবি তরুন কান্তি চাকমা ইউপিডিএফ মূল দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবৎ সে শিক্ষকতার আড়ালে ইউপিডিএফের সাথে সন্ত্রাসী কর্মকান্ডে অংশ নিয়ে আসছে। পুলিশ আরো জানিয়েছে, আটক তরুন কান্তি চাকমার বিরুদ্ধে কাউখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।