ফের খাগড়াছড়িতে সেনা অভিযানে এলজি উদ্ধার
 
                 
নিউজ ডেস্ক
গত ১৪ ডিসেম্বর খাগড়াছড়ি সদর উপজেলাধীন পেরাছড়া এলাকায় নিরাপত্তাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে প্রসীত পন্থি ইউপিডিএফের ২ সক্রিয় সদস্য মিতু চাকমা (৩৫) ও পলিময় ত্রিপুরা (৩৪) কে আমেরিকার তৈরী অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ আটকের পর তাদের দেয়া তথ্যমতে পরদিন ১৫ ডিসেম্বর শনিবার জেলা সদরের পল্টনজয় এলাকায় পুনরায় অভিযান চালিয়ে ১টি শটগান ও ৩০ রাউন্ড গুলি উদ্ধারের পর এবার একইদিন জেলা সদরের ভাইবোন ছড়া থেকে একটি এলজি ও গুলি উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী।
জানা যায়, গত ১৪ ডিসেম্বর আটককৃত মিতু চাকমার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর জোনের (বিজয়ী বাইশ) ক্যাপ্টেন মোঃ আহসান হাবিব ও ক্যাপ্টেন ফয়সাল মাহমুদ অভিযান চালিয়ে জেলা সদরের ভাইবোন ছড়া এলাকা হতে ১টি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেন।
উল্লেখ্য, আটককৃত মিতু চাকমা গত বছরের ৪ঠা মে রাঙামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচ হত্যাকান্ডের অন্যতম আসামী।
