আশুতোষ চাকমাকে সভাপতি ও আকতার উদ্দিন মামুনকে সম্পাদক করে খাগড়াছড়ি আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন
 
নিউজ ডেস্ক
এ্যাডভোকেট আশুতোষ চাকমাকে সভাপতি ও এ্যাডভোকেট আকতার উদ্দিন মামুনকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির কার্যকরি কমিটির (২০২০) নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা আইনজীবি সমিতি ভবনে এ নির্বাচন সম্পন্ন হয়।
জানা যায়, সভাপতি হিসেবে এ্যাডভোকেট আশুতোষ চাকমা ও সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট আকতার উদ্দিন মামুন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ২০১৭ থেকে শীর্ষ পদে থেকে খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির নেতৃত্ব দিচ্ছেন এই দুই অভিজ্ঞ আইনজীবি। প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র এ্যাডভোকেট কামাল উদ্দিন মজুমদার ও নির্বাচন কমিশনার এ্যাডভোকেট অনুপম চাকমা স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিকেলে ফলাফল ঘোষনা করা হয়েছে।
অন্যদিকে সহ-সভাপতি পদে এ্যাডভোকেট আবদুল মমিন. সহ-সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট বেদারুল ইসলাম, অর্থ সম্পাদক পদে এ্যাডভোকেট মোখলেছুর রহমান ভূঞা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে এ্যাডভোকেট শেখ মোঃ জামাল হোসেন সিদ্দিকী, পাঠাগার সম্পাদক পদে এ্যাডভোকেট কবির হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাডভোকেট শওকত আকবর, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক পদে এ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, সমাজসেবা ও জনকল্যাণ সম্পাদক পদে এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সদস্য পদে এ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, এ্যাডভোকেট শাশ্বত প্রিয় চাকমা ও এ্যাডভোকেট নূরউল্ল্যা হিরু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
