খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবি - Southeast Asia Journal

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন ছাড়া পার্বত্য চট্টগ্রামে কমিশনের শুনানি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে ২১ ডিসেম্বর শনিবার সকালে খাগড়াছড়ির শাপলা চত্বরে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা এ হুঁশিয়ারী দেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের প্রতিনিধিত্ব রাখা হয়নি। এতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সাধারণ বাঙালি জনগোষ্ঠী সুবিচার না পাওয়ার শঙ্কা রয়েছে। অবিলম্বে কমিশনে পাহাড়ি-বাঙালি জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশের আগে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা। বক্তারা, এক তরফা ভূমি কমিশন আইন বাতিল করা না হলে দূর্বার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে বলেন, জনসংখ্যানুপাতে ভূমি কমিশনে জনবল নিয়োগ না দিলে আসবে দুর্বার আন্দোলন এবং এই কমিশন সংশোধন না করে কোন কার্যক্রম পার্বত্য অঞ্চলে করতে চাইলে যে কোন মূল্যে প্রতিহত করা হবে।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সমন্বয়ক আলকাছ আল মামুন ভূইয়া, বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর কবির, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, যুবনেতা নজরুল ইসলাম মাসুদ, ছাত্রনেতা লোকমান হোসেন, নারী নেত্রী সালমা আহমেদ মৌসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে একই দাবিতে সকালে খাগড়াছড়ি শাপলা চত্তর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চেঙ্গী স্কয়ার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

প্রসঙ্গত, আগামী ২৩ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠনের ১৮ বছর পর প্রথমবারের মতো শুনানী অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

You may have missed