বিতর্কিত পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন বাতিলের দাবিতে বান্দরবানে নাগরিক পরিষদের মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
বহুল বিতর্কিত পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ২১ ডিসেম্বর শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা কাজী মোঃ মজিবুর রহমান, এডভোকেট কাজী নাছিরুল আলম, ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) তারু মিয়া, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ মজিবুর রহমান পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইনকে বাংলাদেশের সংবিধান বহির্ভূত, বিতর্কিত ও বৈষম্য সৃষ্টিকারী আইন অভিহিত করে বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালীদেরকে পার্বত্য চট্টগ্রাম থেকে ভূমিহারা করার চক্রান্ত হচ্ছে, যে ভূমি কমিশন গঠন করা হয়েছে সেখানে তিন পার্বত্য জেলা থেকে বাঙ্গালীদের পক্ষে কথা বলার জন্য কোন প্রতিনিধি রাখা হয়নি। তিনি বলেন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে সেখানে সাত সদস্যের কমিটি করা হয়েছে উপজাতি নেতাদের নিয়ে। এমতাবস্থায় উক্ত কমিশন নিরপেক্ষ ভাবে পাহাড়ে ভূমি সমস্যার কোন সমাধান করতে পারবে না দাবি করে তিনি অবিলম্বে ভূমি কমিশন বাতিল করে ভূমি জরিপের মাধ্যমে পাহাড়ের ভূমি ব্যবস্থাপনার সমাধান ও বৈষম্যহীন, অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম গঠনে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
এসময় মানববন্ধনে জেলার সুশীল সমাজ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় পাহাড়ী-বাঙ্গালীরা উপস্থিত ছিলেন।