কাল ভূমি কমিশন ঘেরাও করবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ - Southeast Asia Journal

কাল ভূমি কমিশন ঘেরাও করবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও সংশোধনী আইন ২০১৬ এর অধীনে শুনানী বন্ধ করে সমান সংখ্যক প্রতিনিধি নিশ্চিত সহ অবিলম্বে আইন সংশোধনের দাবীতে কাল ২৩ ডিসেম্বর সোমবার ভূমি কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচী ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ২২ ডিসেম্বর রবিবার বিকালে খাগড়াছড়িতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে কাল তিন পার্বত্য জেলা থেকে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান এবং ভুমি বিরোধ নিস্পত্তি কমিশনের কার্যালয় ও সভার স্থল ঘেরাও কর্মসুচী ঘোষনা করা হয়। একই সঙ্গে জনসংখ্যানুপাতে কমিশনের বাঙ্গালী সদস্য অন্তর্ভুক্ত করা এবং ভূমি জরিপের পর আইন সংশোধনপূর্বক কমিশনের শুনানী শুরুর আহবান জানানো হয়েছে।

পাহাড়ের বিবদমান বাঙ্গালী সংগঠনগুলোকে নিয়ে সদ্য গঠিত একক সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ এর উদ্যোগে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ও বাঘাইছড়ির সাবেক মেয়র আলমগীর কবির। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব এসএম মাসুম রানা, কমিটির সদস্য প্রকৌশলী আব্দুল মজিদ, মাটিরাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম প্রমূখ।

উল্লেখ্য, ২০১৬ এর সংশোধিত আইন অনুযায়ী কাল (২৩ ডিসেম্বর) রাঙামাটিতে প্রথমবারের মত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

You may have missed