রাঙামাটিতে নাগরিক পরিষদ কর্তৃক ভূমি কমিশন কার্যালয় ঘেরাও, বিলম্বিত কমিশনের সভা - Southeast Asia Journal

রাঙামাটিতে নাগরিক পরিষদ কর্তৃক ভূমি কমিশন কার্যালয় ঘেরাও, বিলম্বিত কমিশনের সভা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিতর্কিত ধারা সংশোধন ও সমান সংখ্যক বাঙালী প্রতিনিধি নিশ্চিতের দাবিতে পাহাড়ে বসবাসকারী বাঙালিদের ভূমি কমিশন ঘেরাওয়ের ফলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর রাঙামাটিতে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা।

২৩ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভবনে স্থাপিত কমিশনের জেলা কার্যালয়েই এই পূর্বনির্ধারিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৮টা থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা সভাস্থল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রবেশপথে অবস্থান নিয়ে ঘেরাও করে রাখে। প্রধান সড়কটি অবরুদ্ধ থাকায় এ সময় রাঙামাটি শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়।


ঘেরাওয়ের মধ্যেই কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক এসে বাঙালিদের বাধার মুখে পড়েন। এ সময় তিনি ঘেরাওকারীদের সাথে পৃথক বৈঠক এবং তাদের দাবি-দাওয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দেশের সংবিধান ও আইনের বাইরে কিছু না করার ঘোষণা দিলে ঘেরাওকারীরা ঘেরাও তুলে নিয়ে মিছিলের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে চলে যায় এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

ঘেরাও তুলে নেওয়ার পরে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর বেলা ১১টায় কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, বোমাং সার্কেল চিফ উ চ প্রু, চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায় উপস্থিত হলে শুরু হয় কমিশনের নির্ধারিত বৈঠক।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে সাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রেক্ষিতে পাহাড়ে বসবাসকারী পাহাড়ি ও বাঙালিদের ভূমি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন।