সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত, ২ কোটি টাকার গরু-মহিষ জব্দ
 
                 
নিউজ ডেস্ক
সিলেট সীমান্তে অভিযান পরিচালনা করতে গিয়ে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার তেরাপুর গ্রামে চোরাচালানবিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এতে বিজিবির এক সদস্য আহত হন।
পরবর্তীতে বুধবার দিবাগত গভীর রাতে র্যাব, পুলিশ এবং বিজিবির যৌথ অভিযানে চোরাকারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়। এতে মো: আরমান আলী (২৮) নামের একজনকে আটক করা হয়। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
বিজিবি সূত্র জানিয়েছে, গত ৬ ও ৭ আগস্ট দুই দিনব্যাপী সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ জব্দ করা হয়েছে। বাংলাবাজার, লাফার্জ এবং উৎমা বিওপির আওতায় পরিচালিত এসব অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের অবৈধ গবাদিপশু আটক করা হয়। বিজিবির এক সদস্যকে আহত করার ঘটনায় চোরাকারবারিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: নাজমুল হক বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পশু আটক করা সম্ভব হয়েছে।”
উল্লেখ্য, সিলেট সীমান্তে ভারতীয় গবাদিপশুর অবৈধ অনুপ্রবেশ এবং পাচার রোধে বিজিবি দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থানে রয়েছে। তবে সাম্প্রতিক হামলার ঘটনা সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
