রাঙামাটি থেকে রাঙ্গুনিয়ার এক হত্যা মামলার আসামী আটক - Southeast Asia Journal

রাঙামাটি থেকে রাঙ্গুনিয়ার এক হত্যা মামলার আসামী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটি থেকে অভিযান চালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার হত্যা মামলার এক আসামীকে আটক করেছে পুলিশ। ২৫ ডিসেম্বর বুধবার বিকেলে রাঙামাটি জেলা সদরের পর্যটন এলাকা থেকে ওয়াকিল আহাম্মদ নামের উক্ত আসামীকে আটক করা হয় বলে জানা যায়।

আটককৃত ওয়াকিল আহাম্মদ রাঙ্গুনিয়ার বহুল আলোচিত আইয়ুব বাহিনীর প্রধান আইয়ুব হত্যার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার তিন নম্বর আসামী। একই উপজেলার আব্দুস সোবহানের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আইয়ুব হত্যা মামলার পর থেকে ওয়ারেন্টভূক্ত অন্যান্য আসামীর সাথে ওয়াকিলও পলাতক ছিল।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাঙ্গুনিয়া থানা থেকে আইয়ুব হত্যা মামলার আসামী ওয়াকিল রাঙামাটির পর্যটন এলাকায় অবস্থান করছে এবং তাকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে একটি বার্তা পাঠায় রাঙামাটিতে।

পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর কোতয়ালী থানা পুলিশের একটি টিম পর্যটনস্থ দেওয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওয়াকিলকে আটক করে। এছাড়া গ্রেফতারের বিষয়টি জানালে আসামীকে নিয়ে যেতে রাঙ্গুনিয়া থানা থেকে পুলিশের একটি টিম রাঙামাটিতে রওয়ানা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ৪ঠা অক্টোবর বাসায় ফেরার পথে রাঙ্গুনিয়ার ধামাই হাটে রাস্তার উপর মোহসেন, হাসান ও ওয়াকিল আহাম্মদের নেতৃত্বে মোট ছয়জন সন্ত্রাসী অটোরিক্সাযোগে এসে বহুল আলোচিত আইয়ুব বাহিনীর প্রধান আইয়ুবকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় আইয়ুবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে ১৫ দিন চিকিৎসাধীন থেকে সে মারা যায়। নিহত আইয়ুব ইসলামপুর ইউনিয়নের খলিফাপাড়া গ্রামের মৃত ইছাহাক মিয়ার পুত্র।