বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তার অভিযোগ, পশ্চিমবঙ্গে ফিরলেই মিলবে ভাতা
![]()
নিউজ ডেস্ক
বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর বাড়তে থাকা হেনস্তার অভিযোগ তুলে নতুন উদ্যোগের ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ভুক্তভোগী শ্রমিক ও তাদের পরিবারকে পুনর্বাসনের জন্য ‘শ্রমশ্রী’ নামের বিশেষ প্রকল্প চালু করেছেন তিনি।
মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতের নানা রাজ্যে বাঙালিদের ভাষা ও পরিচয়ের কারণে হেনস্তা করা হচ্ছে। বাংলায় কথা বললেই তাদের অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে পুশ ব্যাক করা হচ্ছে কিংবা থানায় তুলে নিয়ে জেলে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত ২২ লাখ বাঙালি শ্রমিক ও তাদের পরিবার এ ধরনের হয়রানির শিকার হয়েছে বলে দাবি করেন তিনি।
মমতা জানান, এর মধ্যেই ২ হাজার ৭৩০টি পরিবারকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হয়েছে। পরিবারের গড়ে চার থেকে পাঁচ সদস্য ধরে এই সংখ্যা ১০ হাজারের বেশি। তাদের ফেরাতে বহু ক্ষেত্রে আদালতের শরণাপন্ন হতে হয়েছে। তিনি অভিযোগ করেন, অন্ধ্র প্রদেশ, হরিয়ানা, দিল্লি, রাজস্থানের মতো রাজ্যগুলোতে অনেককে বন্দি করে রাখা হয়েছিল।
‘শ্রমশ্রী’ প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ফিরে আসা শ্রমিকদের দক্ষতা যাচাই করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যারা অদক্ষ, তাদের প্রশিক্ষণ দিয়ে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করা হবে। ফিরেই প্রতিটি শ্রমিক প্রথমে এককালীন পাঁচ হাজার রুপি পাবেন। এরপর চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে সমপরিমাণ অর্থ সাহায্য করা হবে।
শুধু আর্থিক সহায়তাই নয়, ভুক্তভোগীদের খাদ্য নিরাপত্তার জন্য ‘খাদ্য সাথী’ কার্ড এবং স্বাস্থ্যসেবার জন্য ‘স্বাস্থ্য সাথী’ কার্ড দেওয়া হবে। যাদের নিজস্ব বাসস্থান নেই, তাদের থাকার জন্য কমিউনিটি সেন্টারে আশ্রয়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, তাদের সন্তানদের সরকারি স্কুলে পড়াশোনার সুযোগও নিশ্চিত করবে সরকার।
প্রসঙ্গত, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের হয়রানি নিয়ে দীর্ঘদিন ধরে সরব পশ্চিমবঙ্গ সরকার। নতুন ‘শ্রমশ্রী’ প্রকল্পকে সেই রাজনৈতিক অবস্থানেরই সম্প্রসারণ বলে মনে করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।