ভারত-চীন সম্পর্কের নতুন বার্তা: নিষেধাজ্ঞা কাটিয়ে ফের সার ও খনিজ রপ্তানি শুরুর আশ্বাস
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত উত্তেজনার দীর্ঘ চার বছরের অচলাবস্থার পর ভারত-চীন সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা মিলছে। দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে চীন আশ্বাস দিয়েছে, তারা আবারও ভারতে সার, বিরল খনিজ এবং টানেল খনন যন্ত্রের সরবরাহ শুরু করবে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ২০২০ সালের সীমান্ত সংঘাতের পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। তবে মার্কিন শুল্কারোপের পর ভূরাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাওয়ায় সম্পর্ক কিছুটা নমনীয় হচ্ছে। এর অংশ হিসেবে বর্তমানে সীমান্ত ইস্যুতে ২৪তম দফায় বৈঠক করতে ভারতে অবস্থান করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন এবং আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ মাসের শেষ দিকে মোদির চীন সফরেরও সম্ভাবনা রয়েছে।
বৈঠকের শুরুতেই অজিত দোভাল বলেন, “সম্পর্কে এখন একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সীমান্ত অনেক শান্ত। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও তাৎপর্যপূর্ণ হয়েছে। নতুন পরিস্থিতি বিভিন্ন বিষয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।”
![]()
ভারতের একটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, চীন তিনটি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে—সার, বিরল খনিজ ও টানেল খননের যন্ত্র। তবে ভারতীয় ও চীনা মন্ত্রণালয়ের কেউই আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ফলে আশ্বাস বাস্তবে কার্যকর হবে কি না, তা এখনো অনিশ্চিত।
উল্লেখ্য, বিরল খনিজ রপ্তানিতে গত জুনে বড় প্রবৃদ্ধি দেখিয়েছে চীন। বিশ্বের বহু দেশ এখন তাদের কাছ থেকে এসব উপাদান আমদানি করছে। অন্যদিকে, ভারতের নিজস্ব মজুত বিশ্বের পঞ্চম বৃহত্তম (৬.৯ মিলিয়ন মেট্রিক টন) হলেও উত্তোলন না থাকায় দেশটি মূলত আমদানিনির্ভর।
প্রসঙ্গত, সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগকে অনেকে এশিয়ার দুই পরাশক্তির সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।