ভারতের আসাম রাইফেলস ও মণিপুর আইআইআইটি’র মধ্যে ড্রোন প্রযুক্তি নিয়ে সমঝোতা চুক্তি

ভারতের আসাম রাইফেলস ও মণিপুর আইআইআইটি’র মধ্যে ড্রোন প্রযুক্তি নিয়ে সমঝোতা চুক্তি

ভারতের আসাম রাইফেলস ও মণিপুর আইআইআইটি’র মধ্যে ড্রোন প্রযুক্তি নিয়ে সমঝোতা চুক্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসাম রাইফেলস ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি) মণিপুরের মধ্যে ড্রোন প্রযুক্তি বিষয়ে সহযোগিতার লক্ষ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার মণিপুরের মন্ত্রিপুখরিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম রাইফেলস (দক্ষিণ) এর মহাপরিদর্শক মেজর জেনারেল রাভরূপ সিং এবং আইআইআইটি মণিপুরের পরিচালক। তারা প্রতিরক্ষা খাত ও একাডেমিয়ার যৌথ উদ্যোগকে আধুনিক প্রযুক্তি উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। বিশেষ করে, আধুনিক যুদ্ধে ড্রোন সিস্টেমের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে দ্রুত প্রযুক্তি গ্রহণের ওপর জোর দেন উভয়পক্ষ।

এসময় একটি অ্যাডভান্সড ড্রোন ট্রেনিং ও রিফ্রেশার কোর্স উদ্বোধন করা হয়, যেখানে আসাম রাইফেলস সদস্যদের ড্রোন পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মানদণ্ড অনুযায়ী সার্টিফিকেশন প্রশিক্ষণ দেওয়া হবে। এসব প্রশিক্ষণ নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সরবরাহ কার্যক্রমে ব্যবহার করা যাবে বলে জানানো হয়।

প্রায় ৮০ জন অংশগ্রহণকারী—আসাম রাইফেলসের কর্মকর্তাসহ আইআইআইটি মণিপুরের শিক্ষকরা—এ অনুষ্ঠানে যোগ দেন। তারা উদ্ভাবননির্ভর নিরাপত্তা ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে আসাম রাইফেলস সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিনির্ভর কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।