লক্ষীছড়িতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, পাসপোর্ট ও চাঁদাবাজির টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়িতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের বিশেষ অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা থেকে বিশেষ পাসপোর্ট, বিপুল পরিমাণ চাঁদাবাজির টাকাসহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে।
আজ বুধবার (২০ আগস্ট) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানের সময় সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে ৫টি মোবাইল ফোন, ২টি বিশেষ (লাল) পাসপোর্ট, ১২টি সীম কার্ড, ৩টি অতিরিক্ত ব্যাটারি, ১টি এটিএম কার্ড, ২টি চাঁদা আদায়ের রশিদ, ১টি রান্নার চুলা, ১টি টেলিফোন ও নগদ ৯ লাখ ২৯ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম জানিয়েছেন, লক্ষীছড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরো জানান, জননিরাপত্তায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের লক্ষীছড়ি এলাকায় ইউপিডিএফ-এর কার্যক্রম দীর্ঘদিন ধরে জনদূর্ভোগ সৃষ্টি করছে এবং সেনাবাহিনীর এই ধরনের অভিযান তাদের অবৈধ কার্যক্রম দমন ও সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
