জুরাছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, বিধবার হাতে নতুন ঘর

জুরাছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, বিধবার হাতে নতুন ঘর

জুরাছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, বিধবার হাতে নতুন ঘর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম লেবারপাড়া গ্রামের এক প্রান্তে দারিদ্র্যের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে আসছিলেন বিধবা লুংঘাছড়ি চাকমা (৬৫)। স্বামীর মৃত্যুর পর একাকী জীবনযুদ্ধে তিনি ভেঙে পড়েছিলেন। টিন ও বাঁশে তৈরি নড়বড়ে কুঁড়েঘরে ঝড়-বৃষ্টির রাত পার করা ছিল তার জীবনের নিত্যযন্ত্রণা। কিন্তু ভাগ্যের অন্ধকারে আলো ছড়িয়ে দেয় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ।

আজ বুধবার দুপুরে জুরাছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মুশফাক আমিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে তার হাতে একটি নতুন বসতঘরের চাবি তুলে দেন। মুহূর্তটি লুংঘাছড়ি চাকমার জীবনে যেন নতুন জন্মের মতো হয়ে আসে। চাবি হাতে নিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে তার চোখ বেয়ে।

লুংঘাছড়ি চাকমা বলেন, “আমার আর কিছু চাওয়ার ছিল না। শুধু মাথার ওপর একটা নিরাপদ ছাদ চেয়েছিলাম। আজ সেই স্বপ্ন পূরণ হলো। সেনাবাহিনীর কাছে আমি চিরকৃতজ্ঞ।”

ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ-বিন-আখন্দ, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শাস্তি রাজ চাকমা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবার মুখে তখন ছিল সন্তুষ্টির হাসি।

জোনে উপ-অধিনায়ক মেজর মুশফাক আমিন চৌধুরী বলেন, “শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী সবসময় মানুষের পাশে থাকতে চায়। মানবিক সহায়তা ও চিকিৎসা সেবার কাজ অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, শিগগিরই পর্যায়ক্রমে আরও ২০টি ঘর নির্মাণ করা হবে, যা গৃহহীনদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে দাঁড়াবে।

স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় দারিদ্র্য আর কষ্ট যেন নিত্যদিনের সঙ্গী। কিন্তু সেনাবাহিনীর এমন উদ্যোগ তাদের জীবনে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে। একজন বিধবার হাতে ঘর তুলে দেওয়া হয়তো একটি ছোট পদক্ষেপ, কিন্তু এর ইতিবাচক প্রভাব সমাজজুড়ে ছড়িয়ে পড়ছে।

উপজেলা নির্বাহী অফিসার বায়েজীদ-বিন-আখন্দ বলেন, “এ ধরনের মানবিক কর্মকাণ্ড পাহাড়ের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। এটি শুধু একটি ঘর নয়, বরং নিরাপত্তা ও মর্যাদার প্রতীক।”

প্রসঙ্গত, পাহাড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এসব মানবিক কার্যক্রম শুধু গৃহহীন মানুষের আশ্রয়ই তৈরি করছে না, বরং তাদের বাঁচার নতুন স্বপ্নও দেখাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।