মিজোরামে পাঁচ বছরে ৪৬০ বিদেশি গ্রেপ্তার, মিয়ানমারের নাগরিকই সংখ্যাগরিষ্ঠ
![]()
নিউজ ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে গত পাঁচ বছরে অন্তত ৪৬০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৩৯ জনই মিয়ানমারের নাগরিক। এছাড়া ১৮ জন বাংলাদেশের এবং তিনজন অন্য দেশের নাগরিক।
পুলিশের তথ্য অনুযায়ী, মে ২০২০ থেকে মে ২০২৫ পর্যন্ত মিজোরামে মোট ১৫ হাজার ৬৭৩ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৪৩২ জন স্থানীয় এবং ৭৮১ জন ভারতের অন্য রাজ্যের বাসিন্দা।
বিদেশিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালান, শিশু নির্যাতন, ভিসা আইন ভঙ্গ, চুরি, ডাকাতি ও জালিয়াতির মতো অভিযোগ রয়েছে। শুধু মিয়ানমারের নাগরিকদের মধ্যে ১৮৫ জন মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে, ৬৬ জন ভিসা আইন ভঙ্গের দায়ে, ৪৩ জন অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানে, ৪০ জন চুরি ও ডাকাতিতে এবং নয়জন করে শিশু যৌন নির্যাতন ও হত্যার অভিযোগে ধরা পড়ে।
বাংলাদেশি নাগরিকদের মধ্যে চারজন অস্ত্র ও বিস্ফোরক আইনে এবং বাকিরা বিদেশি আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার হয়েছে।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর ২০২২ সালে সবচেয়ে বেশি ১২৪ জন বিদেশি ধরা পড়ে। ২০২৩ সালে গ্রেপ্তার হয় ১০৬ জন, ২০২৪ সালে ৮৯ জন এবং চলতি বছরের মে পর্যন্ত ৫৭ জনকে আটক করা হয়।
পাঁচ বছরে মিজোরাম পুলিশ প্রায় ৭৭০ কোটি রুপির মাদকদ্রব্য—হেরোইন, মেথ, ক্রিস্টাল মেথ ও গাঁজা জব্দ করেছে। এ সময় শুধু মাদক চোরাচালানের অভিযোগেই ১ হাজার ৬৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চুরি ও ডাকাতির হাজারো মামলা, অস্ত্র আইন এবং মদ নিষিদ্ধ আইন ভঙ্গের অভিযোগে বহুজন গ্রেপ্তার হয়েছে।
পুলিশ বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ২০২৩ সাল থেকে মিয়ানমার সীমান্ত হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে মাদক পাচার বেড়েছে, যা মোকাবিলায় অভিযান জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।