মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ১১
![]()
নিউজ ডেস্ক
ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাসূত্র জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর দুইটার দিকে ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের উপস্থিতি লক্ষ্য করা গেলে গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়। এ সময় বুনিয়া সোহেল ও তার সহযোগীরা এক গোয়েন্দা কর্মীর উপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাটহল আহত গোয়েন্দা কর্মীকে উদ্ধার করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাতেনাতে ৬ জনকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাতে পুনরায় যৌথ অভিযান চালানো হয়। এতে ৫৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি, মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং আরও ৪ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮) ও মিজানুর রহমান (৩১) (মাদক ব্যবসায়ী)।
গোয়েন্দা কর্মীর উপর হামলাকারীরা হলো- সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬) ও শেখ গোলাম জেলানি (৬৮) – মোহাম্মদপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, অভিযানে বুনিয়া সোহেলকে আটক করা সম্ভব হয়নি। আটককৃতদের মধ্যে মাদক সংশ্লিষ্ট ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গোয়েন্দা কর্মীর উপর হামলার ঘটনায় জড়িত ৭ জনকে জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হবে।
তিনি আরো বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।