মণিপুরে যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, গ্রেপ্তার বেশ কয়েকজন উগ্রবাদী
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর একাধিক সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জেলায় বেশ কয়েকজন উগ্রবাদী ক্যাডারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জিরিবাম জেলায় মুলারগাঁও গ্রাম থেকে তামেংলংয়ের বাসিন্দা হেনখোকাই সিংসন (৩২) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২টি সাবানের কেস ভর্তি ব্রাউন সুগার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে, ইম্ফল পশ্চিম জেলায় কাংলেইপাক কমিউনিস্ট পার্টির (কেসিপি–পিডব্লিউজি) সক্রিয় সদস্য ফাঞ্জৌবাম রকি সিং (৩০) কে গ্রেপ্তার করে পুলিশ। তাকে চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে জানায় কর্তৃপক্ষ। একই জেলার আরেক অভিযানে কেসিপি (পিএসসি) এর সদস্য থাংজাম দিনেশ সিং (১৯) এবং কেসিপি (তাইবাঙ্গানবা) এর আরেক কর্মী মইরাংথেম ফ্রেন্ডশিপ মেইতেই (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এছাড়া কেওয়াইকেএল (কাংলেই ইয়াওল কান্না লুপ) সংগঠনের ক্যাডার তাকহেলচাংবাম ইবোহানবি শর্মা (৫৪) ইম্ফল পূর্ব জেলা থেকে ধরা পড়ে।

এছাড়া বিশনুপুর জেলার ফুবালা প্যাটন মামাং এলাকায় তল্লাশিতে নিরাপত্তা বাহিনী একটি এসএলআর রাইফেল, একটি .৩০৩ রাইফেল, এসবিবিএল ও ডিবিবিএল বন্দুক এবং একটি মাইন বোমা উদ্ধার করে। জিরিবাম জেলায় অভিযানে জব্দ হয় পাঁচটি দেশীয় তৈরি বন্দুক, ৩৩ রাউন্ড একে গোলাবারুদ, গানপাউডারের শিশি, ওয়াকিটকি, সিসা ও গানপাউডার ভরার কাজে ব্যবহৃত লোহার রড।
সবচেয়ে বড় উদ্ধার হয় ইম্ফল পূর্ব জেলার উরান-চিরু গ্রামের পাদদেশে। সেখানে তিনটি আইএনএসএএস রাইফেল, একটি একে-৫৬, দুটি ‘ঘাতক’ একে-৪৭, একটি এসএলআর, একটি এমপি৫ রাইফেল ও ২৩০ রাউন্ডেরও বেশি গুলি উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই অভিযান মণিপুরে চলমান সশস্ত্র উগ্রবাদ ও অবৈধ কর্মকাণ্ড দমনে বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মণিপুরে উগ্রবাদ দমন অভিযান আরও জোরদার করেছে নিরাপত্তা বাহিনী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।