‘ইসলাম ভারতের অবিচ্ছেদ্য অংশ’ — আরএসএস প্রধান মোহন ভাগবত
![]()
নিউজ ডেস্ক
ভারতে ইসলাম ও মুসলিমদের নিয়ে চলমান রাজনৈতিক বিদ্বেষের প্রেক্ষাপটে ভিন্ন সুর তুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। বিজেপির ঘনিষ্ঠ এই সংগঠনের প্রধান গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংস্থার শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে বলেন, “ইসলাম আগমনের পর থেকেই ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা অন্যথা মনে করে, তারা হিন্দু দর্শন বোঝে না।”
ভাগবত বলেন, পারস্পরিক আস্থা ও ঐক্যের মাধ্যমেই সংঘাতের অবসান সম্ভব। “উভয় পক্ষের মধ্যে বিশ্বাস থাকতে হবে। তাহলেই একটি সম্মিলিত সমাজ গঠন করা সম্ভব।”
অনুপ্রবেশ রোধে সরকারের প্রচেষ্টার প্রশংসা করে ভাগবত বলেন, ভারতের নাগরিক মুসলিমদেরও কর্মসংস্থানের অধিকার আছে। তিনি বলেন, “আমাদের দেশে বসবাসকারী মুসলিমরাও আমাদের নাগরিক। তাদের কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে। তাই চাকরির সুযোগ তৈরি হলে দেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া উচিত, বাইরের মানুষদের নয়।”
ধর্মীয় উৎসবের সময় পারস্পরিক সংবেদনশীলতা বজায় রাখার আহ্বান জানান আরএসএস প্রধান। তিনি বলেন, “উপবাসের সময় মানুষ নিরামিষ থাকতে পছন্দ করে। সেই সময়ে সংবেদনশীল কিছু প্রদর্শন না করাই বুদ্ধিমানের কাজ। এতে অপ্রয়োজনীয় আইন করারও দরকার পড়বে না।”
ভাগবত জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়েও মত দেন। তাঁর মতে, ভারতের প্রতিটি পরিবারের সর্বোচ্চ তিনটি সন্তান থাকা উচিত। এ বিষয়ে একটি অভিন্ন নীতি গ্রহণের পরামর্শ দিয়ে তিনি বলেন, “জনসংখ্যাকে একটি নিয়ন্ত্রিত এবং যথেষ্ট স্তরে রাখতে হবে।”
বিজেপি সরকার ও তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাদের মুসলিমবিরোধী বক্তব্যের কারণে ভারতে সাম্প্রতিক সময়ে বিদ্বেষমূলক পরিবেশ তীব্র আকার নিয়েছে। এমন পরিস্থিতিতে আরএসএস প্রধানের এই বক্তব্য রাজনৈতিক মহলে ভিন্ন বার্তা হিসেবে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।