অবৈধভাবে পাচারকালে বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবৈধ ভাবে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়কের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গোল কাঠ জব্দ করেছে বিজিবি।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে মারিশ্যা জোন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর আনুমানিক ১২টার দিকে হাবিলদার আমানউল্লাহ এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং মারিশ্যা মাষ্টারপাড়া নুর আলমের স’মিলের পিছনে নদীর ঘাটে কাঠ ফেলে রেখে যায়।
পরে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় গর্জন কাঠ ৭০ ঘনফুট এবং পিঠালি কাঠ ১৩৫ ঘনফুটসহ সর্বমোট ২০৫ ঘনফুট কাঠ আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ কাঠ পাচার একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে আছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।