ভারতের মহারাষ্ট্রে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ব্যাপক বিস্ফোরণ, নিহত ৮

ভারতের মহারাষ্ট্রে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ব্যাপক বিস্ফোরণ, নিহত ৮

ভারতের মহারাষ্ট্রে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ব্যাপক বিস্ফোরণ, নিহত ৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর জেলায় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির একটি কারখানায় ব্যাপক বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছেন ৮ জন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

কারখানাটি নাগপুরের ভান্দারা এলাকায় অবস্থিত এবং ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৩০ মিনিটের দিকে ঘটেছে বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের তেজ এত বেশি ছিল যে ৫ কিলোমিটার দূরেও এর আওয়াজ শোনা গেছে।

নাগপুর জেলা প্রশাসক সঞ্জয় কোলতে এনডিটিভিকে জানান, বিস্ফোরণে কারখানাটির ছাদ ধসে পড়ায় চাপা পড়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। অল্প সময়ের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং সেই ধ্বংসস্তুপের ভেতর থেকে  আট জনের মরদেহ এবং ২৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার আরডিএক্স তৈরির প্লান্টে এই বিস্ফোরণ ঘটেছে। এক কর্মী বলেছেন, “হঠাৎ চার দিকে ধোঁয়ায় ঢেকে যায়। তার পর শ্বাসবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সুপারভাইজার আমাদের বললেন দ্রুত বেরিয়ে যেতে। তার পরই ঘটে বিস্ফোরণ।”

আরেক কর্মী বলেন, “ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল কারখানা। বিস্ফোরণের ধাক্কায় আমিসহ কয়েকজন সহকর্মী মাটিতে ছিটকে পড়েছিলাম। তারপরই প্রাণপণে কারখানার বাইরের দিকে ছোটা শুরু করেছিলাম আমরা।”

প্রসঙ্গত, এর আগেও ২০২৩ সালে একবার এই কারখানায় বিস্ফোরণ হয়েছিল। সেবারের বিস্ফোরণে নিহত হয়েছিলেন ৯ জন কর্মী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।