খাগড়াছড়ির পানছড়িতে সীমান্তে ভারত থেকে আনা অবৈধ পণ্য জব্দ করল বিজিবি

খাগড়াছড়ির পানছড়িতে সীমান্তে ভারত থেকে আনা অবৈধ পণ্য জব্দ করল বিজিবি

খাগড়াছড়ির পানছড়িতে সীমান্তে ভারত থেকে আনা অবৈধ পণ্য জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় ভারতে পাচারের সময় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

আজ রবিবার সন্ধ্যায় উপজেলার গিলাতলী বিওপি সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আইউবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালান।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী পাহাড়ি আঁকাবাঁকা পথ ব্যবহার করে চোরাকারবারীরা অবৈধ পণ্য পাচারের চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে টহল জোরদার করা হলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পণ্য ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে পণ্যগুলো জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।