বাঘাইছড়ির এথলেট কাইফুজ আনামের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

বাঘাইছড়ির এথলেট কাইফুজ আনামের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

বাঘাইছড়ির এথলেট কাইফুজ আনামের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মেধাবী এথলেট কাইফুজ আনামের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সেনাবাহিনীর লংগদু জোন সদরে কাইফুজ আনামকে রানিং নগদ সহায়তা প্রদান করেন লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন দুরছড়ি সাব-জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন।

এবারের জাতীয় এথলেটিক্স প্রতিযোগিতায় রাঙামাটি জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন কাইফুজ আনাম। তিনি ঢাকায় অনুষ্ঠিত সামার এথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতোমধ্যে ৫ হাজার মিটার দৌড়ে সাফল্যের সঙ্গে সব ধাপ অতিক্রম করে নির্বাচিত হয়েছেন।

বাঘাইছড়ির এথলেট কাইফুজ আনামের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

কাইফুজ আনাম দুরছড়ি মুসলিমপাড়া গ্রামের ফরিদুল আলমের তিন ছেলের মধ্যে দ্বিতীয়।

সহায়তা শেষে জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ বলেন, “সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে কাইফুজ আনামকে সহযোগিতা করা হয়েছে। সেনাবাহিনী সবসময় মেধাবী খেলোয়াড়দের পাশে থাকবে। ভবিষ্যতে সে যদি সেনাবাহিনীতে যোগ দিতে চায়, তাহলে তার জন্য সেনাবাহিনীর দরজা খোলা থাকবে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এছাড়া, কাইফুজ আনামের বিষয়টি নজরে আনায় বাঘাইছড়ি উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর আলীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জোন অধিনায়ক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।